মারমারা প্রথম যখন নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বসতি শুরু করে একটি টিলার উপর তাদের ধর্মীয় উপাসনালয় স্থাপন করে। তার নীচে পাড়া ঘেষে ছোট একটি খাল প্রবাহিত। যা আজ ও আছে। যাকে তারা নাম দিয়েছিল ‘‘দেবতার খাল’’ পাহাড়টিকে দেবতার পাহাড়। তাদের ভাষায় ‘‘নাঞা’’ অর্থ দেবতা বা ভূত টং অর্থ পাহাড় আর এক অর্থে নাঞা অর্থ দেবতা বা ভূত স্চং অর্থ খাল। নাঞাটং অর্থ দেবতার পাহাড় বা ভূতের পাহাড় মতান্তরে নাঞাস্চং অর্থ দেবতার খাল বা ভূতের খাল। এই হতে নাইক্ষ্যংছড়ি নামের উৎপত্তি। পার্বত্য অঞ্চলে বেশীর ভাগ স্থানের নামের সাথে ‘‘খাল ছড়ার’’ নাম যুক্ত হয়ে নামকরণ লক্ষ্য করা যায়। নাইক্ষ্যংছড়ি থানা ১৯২৩ সালে প্রতিষ্ঠা হয় এবং ১৯৮২ সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ইহার উত্তরে লামা ও আলীকদম উপজেলা, দক্ষিণ-পুর্বে মায়ানমার এবং পশ্চিমে কক্সবাজার জেলার রামু ও উখিয়া উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস