নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
দেশের যে কোন প্রান্ত থেকে কক্সবাজার জেলার রামু উপজেলায় রামু বাইপাস আসতে হবে প্রথমে। এরপর সড়কপথে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আসা যাবে। নাইক্ষ্যংছড়ি স্টেশনে নামার পর রিকশায় করে বা পায়ে হেঁটে পর্যটন লেকে পৌঁছাতে পারবেন। কক্সবাজার জেলা সদর থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূরত্ব ৩২ কি.মি. এবং রামু উপজেলা হতে ১২ কি.মি।
এখানে রয়েছে সুদৃশ্য ঝুলন্ত সেতু, ওয়াচ্ টাওয়ার, পানির ফোয়ারা; প্রকৃতি পর্যবেক্ষণের সুবর্ণ সুযোগ। পর্যটকদের জন্য বোটিং এর ব্যবস্থা রয়েছে। চাইলে আকাশবাড়িতে আরোহন করতে পারবেন। এছাড়া ওয়াচ্ টাওয়ার থেকে লামা-আলীকদমের পাহাড়গুলো দেখে নিতে পারবেন। পর্যটকদের কথা চিন্তা করে বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। লেকের পানিতে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস