নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্রতা, পাহাড়, লেক, বন-বনানীর এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নাইক্ষ্যংছড়ি উপজেলা। বাংলাদেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হলো উপজেলা প্রশাসন। স্থানীয় পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে বাংলাদেশকে স্বপ্নের 'সোনার বাংলা' হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা, স্থানীয় ভূমি বিরোধ নিষ্পত্তি, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা, শিক্ষা, পাবলিক পরীক্ষা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, দুর্যোগ ব্যবস্থাপনা, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে সস্পাদিত হয়ে থাকে। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ 'ডিজিটাল বাংলাদেশ' বিনির্মানের ফলে অধিকাংশ সেবাই অনলাইনের মাধ্যমে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক কাজকর্মে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি হয়েছে।
উপজেলা তথ্য বাতায়নে উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। এ উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন এর দিক দিয়ে বান্দরবান জেলায় এ উপজেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপজেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুচিন্তিত পরামর্শ কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার
নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS