পার্বত্য জেলার অর্ন্তভূক্ত নাইক্ষ্যংছড়ি উপজেলায় নামজারি প্রক্রিয়া সমতলের জেলার তুলনায় আলাদাক্রয় বিক্রয় এবং উত্তরাধিকার সূত্রে নামজারি প্রক্রিয়া নিচে বর্ণিত হল
১.০ ক্রয় বিক্রয় সূত্রে নামজারি
১.১ ক্রেতা বিক্রেতা উভয়কে পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এজন্য জাতীয় পরিচয় পত্র, ইউপি চেয়ারম্যান ও মৌজা হেডম্যান ইস্যুকৃত নাগরিকত্ব সনদ জন্ম নিবন্ধন সনদ এবং বোমাং সার্কেল চীপ ইস্যুকৃত স্থায়ী বাসিন্দা সনদ উভয়কে দাখিল করতে হবেবিক্রেতার নামে হালনাগাত জমাবন্দি দাখিল করতে হবে
১.২ ক্রেতা বিক্রেতা উভয়ের কাগজ পত্র দেখে এবং শুনানি করে সুষ্ঠ হলে উপজেলা নির্বাহী অফিসার জমি বিক্রয়ের অঙ্গীকার নামা দলিল রেজিষ্ট্রি করে দিবেন
১.৩ বিক্রেতা জমি ক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে আবেদন করবেনআবেদনের সাথে অঙ্গীকার নামা দলিল,হালনাগাত জমাবন্দি, ক্রেতা বিক্রেতা উভয়ের ছবি,স্থায়ী বাসিন্দার প্রমান পত্র এবং স্থানীয় ঋণ দান প্রতিষ্ঠান কতৃক বিক্রেতার বরাবরে ইস্যুকৃত অনাপত্তি পত্র দাখিল করতে হবে
১.৪ নামজারি মামলা রুজু হবে এবং উপজেলা নির্বাহী অফিসার সার্ভেয়ার ও হেডম্যানকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে আদেশ দিবেন
১.৫ সার্ভেয়ার স্কেচম্যাপসহ নির্ধারিত ফরমে প্রতিবেদন দিবেন হেডম্যান প্রতিবেদনে অনাপত্তি থাকতে হবে
১.৬ ক্রেতা বিক্রেতা উভয়কে নোটিশ প্রদান পূর্বক শুনানীতে অংশতগ্রহন করতে বলা হবে
১.৭ শুনানীক্রমে সন্তুষ্ট হলে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক বরাবরে জমি বিক্রেতার সুপারিশ সহ নতি প্রেরণ করবেন
১.৮ জেলা প্রশাসক মহোদয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অনুমোদনের জন্য নতি প্রেরণ করবেন
১.৯ জেলা পরিষদের অনুমোদন পাওয়া গেলে নতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠানো হবে
১.১০ ক্রেতা বিক্রেতা উভয়কে রেজিস্ট্রি দলিল সমাপনের জন্য আবেদন করবেন উভয় পক্ষকে শুনানীক্রমে সন্তুষ্ট হলে উপজেলা নির্বাহী অফিসার রেজিষ্ট্রি দলিল সম্পাদন করবেন
১.১১ জমাবন্দি সংশোধনের জন্য নথি রের্কড রুম বান্দরবান পার্বত্য জেলায় প্রেরণ করা হবে
১.১২ নথি ফেরত পাওয়া গেলে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট মৌজার হেডম্যানকে তৌজি সংশোধনের আদেশ দিবেন
২.০ উত্তরাধিকার সূত্রে নামজারিঃ
২.১ মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে উত্তরাধিকার সনদ প্রাপ্তির জন্য আবেদন করবেনআবেদনের সাথে ইউপি চেয়ারম্যান ও হেডম্যান ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন সনদ এবং সকল ওয়ারিশের ছবি, জন্ম নিবন্ধন সনদ, ইউপি চেয়ারম্যান ইস্যুকৃত নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে
২.২ কাগজপত্র দৃষ্টে সন্তুষ্ট হলে উপজেলা নির্বাহী অফিসার উত্তরাধিকার মামলা রুজু করবেনউত্তরাধিকারীদের নোটিশ গ্রহন পূর্বক শুনানী করবেন
২.৩ শুনানী পূর্বক সন্তুষ্ট হলে সনদ ইস্যুর সুপারিশ সহ নথি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করবেন
২.৪ জেলা প্রশাসক সন্তুষ্ট হলে উত্তরাধিকার সনদ ইস্যু করবেন
২.৫ ওয়ারিশগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে ওয়ারিমসূত্রে নামজারির আবেদনকরবেন আবেদনের সাথে জেলা্ প্রশাসক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ, সকল ওয়ারিশের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, নাগিরিকত্ব সনদ, এবং মৃত ব্যক্তির নামে হালনাগাত জমাবন্দি দাখিল করতে হবে
২.৬ উপজেলা নির্বাহী অফিসার নামজারি মামলা রুজু পুর্বক সার্ভেয়ার ও মৌজা হেডম্যানকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলবেন
২.৭ সার্ভেয়ার স্কেচম্যাপ সহ নির্ধারিত ফরমে প্রতিবেদন দিবেনহেডম্যান প্রতিবেদনে অনাপত্তি থাকতে হবে
২.৮ উপজেলা নির্বাহী অফিসার সকল ওয়ারিশের উপস্থিতিতে শুনানীক্রমে সন্তুষ্ট হলে নামজারির সুপারিশ সহ নথি জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করবেন
২.৯ জেলা প্রশাসকের অনুমোদন পাওয়া গেলে জমাবন্দি এবং তৌজি সংশোধন করা হয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS