Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চাকঢালা সীমান্ত ঝর্ণা
Location

চাকঢালা, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।

Transportation

নাইক্ষ্যংছড়ি সদর হতে চাকঢালা বাজার হয়ে হামিদিয়া পাড়া পর্যন্ত গাড়িযোগে। হামিদিয়া পাড়া হতে পাঁয়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে পারবেন। বিকল্প হিসেবে ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া থেকেও আসা যাবে। বরইতলী ট্রেইলের নিকটবর্তী হওয়ায় একই সাথে বেশ কয়েকটি মৌসুমী ঝর্না  এক্সপ্লোর করা যাবে।  স্থানীয় গাইডের সহযোগিতা নিতে পারেন। সীমান্ত এলাকা হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট এরিয়াতে দায়িত্বরত বিজিবির অনুমতি নিয়ে আসতে হবে।

Details